• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৩, সময়ঃ রাত ০৮:৩৩

যৌথ অভিযানে নোয়াখালী থেকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার



নিজস্ব প্রতিবেদক ►

মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন মামলার আসামী শ্রী সাগর চন্দ্র (৩৫) কে নোয়াখালী চাটখিল থানা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় র‌্যাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধা র‌্যাব-১৩ সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম আসিফ উদ দৌলা।

সংবাদ সম্মেলনে র‌্যাব কমান্ডার জানান, মানসিক প্রতিবন্ধী ভিকটিম নিজ বাড়ীর পিছনে গাছের নার্সারিতে খেলা করার সময় আসামী শ্রী সাগর চন্দ্র (৩৫) ভিকটিমকে মেহেদী কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে কাশদহ সাকিনস্থ গাছের নার্সারী বাগানের মাঝখানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন করার সময় মানসিক প্রতিবন্ধী ভিকটিমের চিৎকার ভিকটিমের আত্নীয় স্বজনরা শুনতে পেলে ধর্ষক সাগর চন্দ্র কেউ সেখানে আসার আগেই পালিয়ে যায়। 

এ ঘটনায় গত ২৭ এপ্রিল ভিকটিমের মা গাইবান্ধা সদর থানায় বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩২। মামলার প্রেক্ষিতে ১৭ মে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-১১, সিপিসি-৩ এর সদস্যদের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহার নামীয় প্রধান আসামী শ্রী সাগর চন্দ্র (৩৫), নোয়াখালী চাটখিল থানা এলাকায় থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রী সাগর চন্দ্র (৩৫) সদর উপজেলার কাশদহ গ্রামের মৃত ঝরু রাম চন্দ্র-এর পুত্র।

গাইবান্ধা র‌্যাব-১৩ সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম আসিফ উদ দৌলা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্নগোপন করিয়া বারবার তার অবস্থান পরিবর্তন করত। গ্রেফতারে পর জিজ্ঞাসাবাদে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী বলে স্বীকার করেছে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।